Samsung Galaxy A71, Samsung Galaxy A51

Samsung নতুন 2টো স্মার্টফোন লঞ্চ করলো গ্যালাক্সি A সিরিজের। ফোন দুটি হলো Samsung Galaxy A71 এবং galaxy A51, সাথে উভয়তেই থাকছে হল-পাঞ্চ ডিসপ্লে। এই 2টো ফোনেই Android 10 এর অপারেটিং সিস্টেম ইনস্টল থাকবে। সাথে থাকছে ফাস্ট চার্জিং এর সাপোর্ট।
স্যামসাং গ্যালাক্সি A71 স্পেসিফিকেশন
এই Samsung A71 ফোনটিতে থাকছে Android 10 অপারেটিং সিস্টেম এবং OneUI 2.0 স্কিন। ডিসপ্লেটি রয়েছে 6.5 ইঞ্চি এবং সুপার অ্যামোলেড হোল-পাঞ্চ ডিসপ্লে। সঙ্গে পাবেন 8 জিবি পর্যন্ত RAM ও 128 জিবি পর্যন্ত স্টোরেজ ক্যাপাসিটি।
স্যামসাং গ্যালাক্সি A71 ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরাটিতে 64 মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর ব্যবহার করা হয়েছে। 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা (macro camera) এবং 5 মেগাপিক্সেল গভীরতার সেন্সর (depth sensor) সহ 12 মেগাপিক্সেল প্রশস্ত কোণ ক্যামেরা (wide-angle camera) সহ আসে। গ্যালাক্সি A71 এ সেলফি তোলার জন্য 32-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
স্যামসং গ্যালাক্সি A71 ফোনে 4,500 এমএএইচ ব্যাটারি রয়েছে। সাথে থাকছে 25W দ্রুত চার্জের ক্ষমতা।
স্যামসাং গ্যালাক্সি A51 এর দাম
যেহেতু এই ফোন প্রথম ভিয়েতনাম এ লঞ্চ হচ্ছে তাই সেখানে এর দাম প্রায় ২৪৫০০ টাকা ভারতীয় মুদ্রায় (VND 7,990,000)। এই দামের সাথে পাচ্ছেন 128 জিবি স্টোরেজ এর সাথে 6 জিবি RAM। Samsung এর তরফ থেকে জানা গিয়েছে আগামি 27 ডিসেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে কেবল ভিয়েতনামে। তবে ভিয়েতনামের বাইরে কবে থেকে এর বিক্রি শুরু হবে সেটা officially জানাযায়নি এখনো Samsung এর থেকে।

স্যামসাং গ্যালাক্সি A51 স্পেসিফিকেশন
এই Samsung A51 ফোনটিতে থাকছে Android 10 অপারেটিং সিস্টেম এবং OneUI 2.0 স্কিন। ডিসপ্লেটি রয়েছে 6.5 ইঞ্চি এবং সুপার অ্যামোলেড হোল-পাঞ্চ ডিসপ্লে। সঙ্গে পাবেন 8 জিবি পর্যন্ত RAM ও 128 জিবি পর্যন্ত স্টোরেজ ক্যাপাসিটি।
স্যামসাং গ্যালাক্সি A51 ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরাটিতে 48 মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর ব্যবহার করা হয়েছে। 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা (macro camera) এবং 5 মেগাপিক্সেল গভীরতার সেন্সর (depth sensor) সহ 12 মেগাপিক্সেল প্রশস্ত কোণ (depth sensor) ক্যামেরা সহ আসে। গ্যালাক্সি A51 এ সেলফি তোলার জন্য 32-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
স্যামসং গ্যালাক্সি A51 ফোনে 4,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। সাথে থাকছে 15W দ্রুত চার্জের ক্ষমতা।
আরো এইরকম খবরের জন্য আমাদের Bengali News বিভাগটি পড়ুন। এই article টি English এ পড়ুন। আমাদের সমস্ত নতুন খবর সবার আগে জানার জন্য এখুনি আমাদের ব্লগ সাবস্ক্রাইব করুন। সাথে আমাদের Facebook, Twitter, Pinterest ও দেখতে পারেন।
Related:

কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে যুক্ত হতে বাধা দিতে কী করবেন?
আরো এইরকম খবরের জন্য আমাদের Bengali News বিভাগটি পড়ুন। এই article টি English এ পড়ুন। আমাদের সমস্ত নতুন খবর সবার আগে জানার জন্য এখুনি আমাদের ব্লগ সাবস্ক্রাইব করুন। সাথে আমাদের Facebook, Twitter, Pinterest ও দেখতে পারেন।
Related:

কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে যুক্ত হতে বাধা দিতে কী করবেন?
No comments:
Write comments